বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতপুর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত 

কুষ্টিয়ার দৌলতপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী এমপি।

উপজেলায় প্রথম মাসিক সভায় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করে দেশ যেভাবে এগিয়ে চলেছে আমাদেরও উন্নত মন মননে চলতে হবে। 

তাই সকলের সহযোগিতা থাকলে আমরা এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। বিএনপি এই দৌলতপুরকে অন্ধকারে রেখে ছিল, আ.লীগ সরকারের সফল প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউএনও ওবায়দুল্লাহ, থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমন, ১৪ ইউনিয়নের চেয়ারম্যানরাসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

টিএইচ